নটর ডেম আবৃত্তি দলের রজতজয়ন্তী উৎসব
নটর ডেম কলেজের ‘আবৃত্তি দলের’ যাত্রা শুরু ১৯৯২ সালের ১৮ আগস্টে। সেই থেকে এই দেশের বাকশিল্পকে সমৃদ্ধ করতে নিরলস কাজ করে গেছে সংগঠনটি।
২৫ বছর ধরে কাজ করে যাওয়া এই দলটির রজতজয়ন্তী উদযাপনে আয়োজন করা হয়েছে বর্ণিল এক উৎসবের। আগামী ১১, ১২ ও ১৮ আগস্ট তিনদিনব্যাপী ‘দ্বাদশ জাতীয় আবৃত্তি উৎসব ২০১৭ এবং রজতজয়ন্তী উদযাপন’ নামে ওই উৎসবে মুখরিত থাকবে নটর ডেম কলেজ প্রাঙ্গণ।
নটর ডেম আবৃত্তি দলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, বিশেষ অতিথি হিসেবে থাকছেন সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি।
এ ছাড়া অতিথি হিসেবে থাকবেন আর জে ফারহান ও অপূর্ব অভি। সভাপতি হিসেবে থাকবেন ক্লাব মডারেটর মারলিন ক্লারা পিনেরু।
তিনদিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে থাকছে ‘আবৃত্তি ও সাহিত্যের রস’ বিষয়ে ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক নিরঞ্জন অধিকারীর দুটি সহায়ক কর্মশালা। এ ছাড়া চট্টগ্রামের নরেন আবৃত্তি একাডেমির পরিবেশনায় একটি কাব্যপালা ও দুটি কাব্যনাটক মঞ্চস্থ হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বাকপ্রস্তুতি ও উচ্চারণের ওপর মীর বরকত ও আজিজুর রহমান ফয়সালের দুটি সহায়ক কর্মশালার পাশাপাশি থাকছে নানাবিধ প্রতিযোগিতা। অগ্রজ এবং অনুজ দুটি গ্রুপে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেয়ালিকা, রচনা লিখন, শুদ্ধ বানান, ধারাবাহিক গল্প বলা ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাংলা অলিম্পিয়াডের মাধ্যমে নিজের ভাষা ও সাহিত্যবিষয়ক জ্ঞান পরখ করে নেওয়ার সুযোগও থাকছে এই উৎসবে।
১৮ আগস্ট নানা আয়োজনে উদযাপন করা হবে আবৃত্তি দলের রজতজয়ন্তী অনুষ্ঠান। এদিন উৎসব উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হবে। বিকেলে পুরস্কার বিতরণীর সঙ্গে জমকালো সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে।
সবার জন্য উন্মুক্ত এই উৎসবের রেজিস্ট্রেশন কর্মসূচি চলছে বেশ কয়েকদিন ধরেই। অন্যান্য স্কুল-কলেজ থেকে আগতদের জন্য থাকছে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা।
শিল্পানুরাগীদের এ মিলনমেলা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নটর ডেম আবৃত্তি দলের আগামী দিনের পথচলা আরো মসৃণ হয়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
নটর ডেম কলেজের ‘আবৃত্তি দলের’ রজতজয়ন্তী উৎসব আয়োজনে সহযোগী ও স্ন্যাকস পার্টনার হিসেবে রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, হট বেভারেজ পার্টনার হিসেবে ইস্পাহানি লিমিটেড, স্টেশনারি পার্টনার ম্যাটাডোর গ্রুপ, অনলাইন মিডিয়া পার্টনার এনটিভিবিডি ডট কম ও রেডিও পার্টনার হিসেবে রেডিও স্বাধীন এফএম ৯২.৪ আছে।