সবার আগে জাতীয় ঐক্য দরকার : ফখরুল
রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে বিশ্ব জনমত তৈরির জন্য সবার আগে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন বলে মনে করে বিএনপি।
আজ বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশের সকল মহলকে নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে যাতে শরণার্থী ফিরিয়ে নিতে বাধ্য হয় তারা।
রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য দেওয়ার জন্য গঠিত বিএনপির ত্রাণ তহবিলে দুই লাখ টাকা সহায়তা দেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলের মহাসচিবের হাতে এ অর্থ তুলে দেন নেতারা।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, সারা দেশের মানুষ নির্যাতিত রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়িয়েছে অথচ সরকার এখনো শরণার্থীদের সঠিক কোনো ব্যবস্থাপনা দিতে পারেনি।
ফখরুল বলেন, ‘বিশ্ব জনমত তৈরি করতে হবে এবং সেই বিশ্ব জনমত তৈরি করতে গেলে আজকে বাংলাদেশেই সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য সৃষ্টি করা। আমরা সেই ঐক্য সৃষ্টি করতে চাই, আমরা সেই কথা বারবার বলে আসছি। সমবেত ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমরা নির্যাতিত মানুষগুলোকে সাহায্য করতে পারব। ইনশাল্লাহ তাদের বাসভূমিতে, নিজের দেশে ফিরিয়ে দিতে সক্ষম হবো। কিন্তু এখন তারা কোনো প্রপার ম্যানেজমেন্ট তৈরি করতে পারেনি। এখনো লাখ লাখ মানুষ সেই বৃষ্টির মধ্যে ভিজছে, কাদার মধ্যে ডুবে আছে।’
এর আগে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে চালের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দাম কমানোর দাবি জানানো হয়।
সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন ও মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে সীমান্ত পাড়ি দিয়ে চার থেকে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। অভিযানে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।