নাবিলের বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৩
দিনাজপুরের কাহারোল উপজেলার ১১ মাইল নামক স্থানে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল সড়কের কাহারোল উপজেলার ১১ মাইল নামক স্থানে নাবিল এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালকসহ তিন যাত্রী নিহত হয়। আহত হয় পাঁচজন। আহতদের দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম জানা যায়নি।