রাবিতে ভর্তিচ্ছুদের কাছে মেস মালিকের চাঁদাবাজি!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি হতে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কাছে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক মেস মালিকের বিরুদ্ধে।
অভিযুক্ত মেস মালিকের নাম শফিকুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন নিচুবাজার এলাকার ওকেডি মেসের মালিক।
ওই মেসে অবস্থান করা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রোববার রাতে মেস মালিক স্থানীয় কিছু প্রভাবশালী লোক নিয়ে এসে ভর্তিচ্ছুদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এ সময় তিনি ভর্তিচ্ছুদের উদ্দেশ করে গালাগালও করেন। এরপর তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়ার নির্দেশ দেন। মেসের শিক্ষার্থীরা টাকা দিতে অস্বীকার করলে মেস থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ সময় যে ভর্তিচ্ছুরা ১০০ টাকা দেয়নি, তাঁদের রাতেই ওকেডি মেস থেকে বের করে দেওয়া হয়। এমনকি অনেক শিক্ষার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকাও দাবি করা হয়।
মুহিবুল নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন, ‘আমাকে ওই মেস মালিক (শফিকুর রহমান) ১০০ টাকা দিতে বলেন, তবে ওই মেসেই অবস্থান করা আমার এক বন্ধু টাকা দিতে নিষেধ করে। পরে আমার বন্ধুকে মেস থেকে বের করে দেওয়ার হুমকি দেন এবং রাতে আমাকে মেস থেকে বের করে দেন। পরে আমি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মসজিদে থাকি।’
বিষয়টি স্বীকারও করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমার কয়েকজন আত্মীয় নিয়ে মেসে থাকা শিক্ষার্থীদের কাছে গিয়েছিলাম। তাঁদের কাছ থেকে টাকা নিয়েছি। পরে বিষয়টি আমাদের মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক শুনতে পেয়ে আমাকে শিক্ষার্থীদের কাছে টাকা ফেরত দিতে নির্দেশ দেন। আজ বিকেলে আমি সব টাকা ফেরত দিয়ে দেবো।’
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা নেওয়া মেস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে।