ভর্তি পরীক্ষা দিয়ে বাসায় ফেরা হলো না নিশির
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিয়ে বাসায় ফেরা হলো না নিশির। বেপরোয়া একটি ট্রাক কেড়ে নিয়েছে তাঁর জীবন। গুরুতর আহত করেছে তাঁর বড় ভাইকে।
আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিশিদের বাড়ি ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নে।
দিনাজপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদোয়ানুল রহিম জানান, নিহত নিশি (১৯) আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দেন। পরীক্ষা শেষে বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। দুপুরে নশিপুরে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নিশি। এ সময় স্থানীয় লোকজন নিশির ভাইকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।