দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির
দিনাজপুরে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালি আটোর সীমান্তের ৩১৩ সাবপিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোজাফফর আলী (৩২)। তিনি উপজেলার কমলপুর ইউনিয়নের আটোর গ্রামের বাসিন্দা।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ভোরে দক্ষিণ কোতোয়ালির আটোর সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন মোজাফফর আলী। সীমান্তের মেইন পিলার ৩১৩ সাবপিলার ৩ এস-এর কাছাকাছি পৌঁছালে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফের সদস্যরা। এতে ঘটনাস্থলেই নিহত হন মোজাফফর আলী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।