আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দিনাজপুরে ইজতেমা
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় মাঠে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। তাবলিগ জামাতের আয়োজনে ইজতেমাটি শুরু হয়েছিল গত বৃহস্পতিবার।
আজ শনিবার বেলা ১২টায় ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাতে জেলার ১৩টি উপজেলার লাখো মানুষ অংশ নেয়। বিভিন্ন বয়স ও পেশার মানুষের পাশাপাশি নারীরাও আখেরি মোনাজাতে অংশ নেন।
তাবলিগ জামায়াতের জিম্মাদার মাওলানা মো. রবিউল হক মুসল্লিদের উদ্দেশে বয়ানসহ আখেরি মোনাজাত পরিচালনা করেন।
এ সময় দেশের শান্তি ও বিশ্ব মুসলিম জাতির শান্তি কামনাসহ রোহিঙ্গা মুসলমানদের জন্য মাঠের উপস্থিত মুসল্লিরা মোনাজাত করেন।
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার চাপ কমাতে এই আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়। এতে দিনাজপুরের ১৩টি উপজেলার তাবলিগ জামাতের সাথিসহ অন্য মুসল্লিরাও অংশ নেন।