দিনাজপুরে কলেজছাত্রের লাশ উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাথরকাটা নদী থেকে এক কলেজছাত্রে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম প্রদীপ পাল। প্রদীপ বীরগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস জানান, প্রদীপ গতকাল শনিবার বিকেল থেকেই নিখোঁজ ছিল। রাতেও বাড়ি না ফেরায় থানায় বিষয়টি জানায় প্রদীপের পরিবার। তখন থেকেই তার খোঁজ করছিল পুলিশ। পরে আজ রোববার সকালে নদীতে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়।