দিনাজপুরে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরে বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের আটকের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলায় পার্বতীপুর ঢাকা মোড়ে উপজেলা বিএনপি ওই কর্মসূচির আয়োজন করে।
গত ২৯ নভেম্বর পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুনকে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি তেল ব্যবসায়ী ও ট্যাঙ্কলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আক্তারুজ্জামান মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক, পার্বতীপুর পৌর মেয়র মিনহাজুল হকসহ স্থানীয় বিএনপির নেতারা।