বীরগঞ্জে শীতবস্ত্র বিতরণ
দিনাজপুর বীরগঞ্জ উপজেলার গোপাপগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে অসহায়, দুস্থ ও শীতার্ত তিন হাজার মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এ শীতবস্ত্র বিতরণ করে।
বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন, মোহনপুর ইউনিয়ন ও মরিচা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইডকলের সহকারী ব্যবস্থাপক রাসেল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল খালেক সরকার, জাতীয় পার্টির নেতা মো. শাহীনুর ইসলাম, ইডকলের বিভাগীয় ব্যবস্থাপক মো. সেলিম রেজা, ট্রেনিং কো-অর্ডিনেটর হাসানুর রহমান বসুনিয়া, আঞ্চলিক ব্যবস্থাপক সন্দীপ কুমার সেন ও মো. মারুফ আক্তার।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক সরকার বলেন, সরকার য়ে পরিমাণ শীতবস্ত্র বিতরণ করেছেন তা প্রয়োজনের তুলনায় তাই বেসরকারি সংস্থা, কোম্পানিগুলো যদি এগিয়ে আসে। তবে অসহায় শীতার্ত মানুষগুলো একটু শান্তিতে জীবনযাপন করতে পারে।