সুনামগঞ্জে শিশুকে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের বিচারের দাবিতে বিশাল মানববন্ধন করেছে কয়েক শ শিক্ষার্থী।
আজ শনিবার দুপুরে বিশ্বম্ভরপুরের রতারগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল নানা রকম প্ল্যাকার্ড।
এ সময় মানববন্ধনে কথা বলেন রতারগাঁও উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মান্নান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আহমেদ ইয়াসিন, ধর্ষণের শিকার শিশুর ফুফু ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাত বছরের একটি শিশুকে যেভাবে নির্যাতন করা হয়েছে তা বর্বরতার যুগকেও হার মানায়। শিশুটি এখনো হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। যাতে সমাজে এ ধরনের ঘটনা আর না ঘটে।
গত ৪ এপ্রিল বিশ্বম্ভরপুরে সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক ছাত্রীকে বাড়ির পাশের হাসানসহ তিনজন মিলে ইউনিয়ন পরিষদের ভবনের পেছনে নিয়ে ধর্ষণ করে। ‘মাজার পরিচালনা ও খাদেম নিয়ে’ দুই পরিবারের মধ্যে বিরোধের জের ধরে ওরস মাহফিল চলাকালে এই ধর্ষণের ঘটনা ঘটে।
শিশুটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।