মেহেরপুরে বজ্রপাত ও দেয়াল ধসে দুজনের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে ফেলু জোয়ার্দার (৫৫) নামের এক কৃষক ও সদর উপজেলার তৈরঘরিয়া গ্রামে ঘরের দেয়াল ধসে তাসিরন খাতুন (৭২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে ছয়জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার মোহাম্মদপুর ও সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে এসব ঘটনা ঘটে।
এদিকে, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বাড়াদী বাজারে শত বছরের পুরোনো একটি গাছ সড়কের ওপরে পড়ে চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় গাছটি সড়ক থেকে অপসারণের পরে আবারও যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করে কালবৈশাখী শুরু হয়। এ সময় মোহাম্মদপুর গ্রামের হেলু জোয়ার্দার গ্রামের একটি মাঠে কাজ করছিলেন। আকস্মিক বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, ঝড় ও বৃষ্টির সময় নিজ ঘরে অবস্থান করছিলেন সদর উপজেলার তৈরঘরিয়া গ্রামে তাসিরন খাতুন। এ সময় ঘরের দেয়াল ধসে তাঁর মৃত্যু হয়।