মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত
মেহেরপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহবুবুর রহমান খোকন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বারাদি মশুরীভাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর রহমান খোকন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মীর নাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহবুবুর রহমান খোকন মোটরসাইকেলে করে বিদ্যালয় থেকে মেহেরপুর শহরে যাচ্ছিলেন। পথে বারাদি মশুরীভাজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই পাওয়ার ট্রলি তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল পাঠায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা আবু এহসান রাজু প্রধান শিক্ষককে মৃত ঘোষণা করেন। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।