দিনাজপুরে গোলাগুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম আবদুর রহিম। তিনি একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বেলাইচণ্ডী এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবদুর রহিম উপজেলার পুরাতন বাজার রেলগেট এলাকার বাসিন্দা।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, গোলাগুলির খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। আবদুর রহিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি শ্যুটার গান, একটি গুলি, গুলির খোসা, ১০০ ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। দুই পক্ষের গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। আবদুর রহিম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে পার্বতীপুর থানায় একাধিক মামলা রয়েছে।