দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুজন আহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তে আজ মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবু শেখ (৩৫) ও আবুল কাশেমকে (৩৬) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী জানায়, আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসার পথে চল্লিশপাড়া এলাকার একটি সীমান্ত পিলারের কাছে টহলরত ভারতের বহরমপুর সেক্টরের ৪৩ বিএসএফের সদস্যরা গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। এতে দুই গরু ব্যবসায়ীর পায়ে গুলি লাগে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ জানান, দুই বাংলাদেশিকে গুলি করার প্রতিবাদে বিজিবির পক্ষ থেকে ভারতের ৪৩ বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ বাবু চল্লিশপাড়ার সোলাইমানের ছেলে ও কাশেম মৃত হানিফ মিয়ার ছেলে।