দৌলতপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ২০
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ১৫ জনের দেহে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ আটক হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিপ্লব জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে রণজিৎ মেম্বার (৫৫) ও জাহাঙ্গীর হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, আজ সকালে রণজিতের বাড়ির লোকজন জাহাঙ্গীরের জমির ওপর দিয়ে নিজেদের জমিতে গেলে এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জাহাঙ্গীর ও তাঁর সহযোগী মঞ্জুর নেতৃত্বে ২০-২৫ জন বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে রণজিৎ ও তাঁর লোকজনের ওপর হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ২০ জন আহত হন।
আহতের মধ্যে রণজিৎ, ইসমাইল হোসেন, হাফিজুল, ছোটন, মিলন, আফরোজা খাতুন, পানজু, কমেলা খাতুন, হাবিবুর রহমান, জিয়াউর রহমান, তারেক, মিজানুর রহমান, আব্দুস ছামাদ, রাসেল আহমেদ, ছাহেরা খাতুনসহ ১৮ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রায়হান কবির জানান, আহতদের মধ্যে ১৫ জনের দেহে অস্ত্রোপচার করতে হয়েছে। তাঁদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।