অস্ত্র ও পেট্রলবোমাসহ আইসক্রিম কারখানার মালিক গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালী থেকে পাঁচটি পেট্রলবোমা ও একটি এলজিসহ আইসক্রিম কারখানার এক মালিককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের আইসক্রিম কারখানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়া র্যাব-১২-এর কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, নিউ রুচি আইসক্রিম কারখানার মালিক আসাদুল হক (৩২) নাশকতাকারীদের পেট্রলবোমা ও অস্ত্র সরবরাহ করে আসছে—এমন সংবাদের ভিত্তিতে আজ সকালে ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানা থেকে পাঁচটি পেট্রলবোমা, একটি এলজিসহ আসাদুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি কুমারখালীর মির্জাপুরের বাসিন্দা।
আসাদুলকে কুমারখালী থানায় সোপর্দ করে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।