দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত কিশোরের মৃত্যু
দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিউল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।
রবিউল ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাসিন্দা। এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আবু মো. খায়রুল কবির বলেন, ‘নিহত রবিউল গত ৩০ জুলাই এখানে ভর্তি হয়। তার অবস্থা প্রথম থেকেই সিরিয়াস ছিল। আমরা তাকে স্ট্যাবল করার চেষ্টা করেছিলাম। মাঝখানে একটু স্ট্যাবল হয়েছিল। কিন্তু সেটি সাসটেইন করতে পারেনি। আমরা চিকিৎসকরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি।’
খায়রুল কবির জানান, এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে আটজন ছেলে, আটজন নারী ও বাকিরা পুরুষ। এর আগে ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।