দাঁড়িয়ে থাকা ট্রাককে বাইকের ধাক্কা, ৩ আরোহী নিহত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাককে দুটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে তিন আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাজিতপুর এলাকার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আবেদুর মেম্বারের ছেলে ফরহাদ হোসেন (৩৫), রুকুর ছেলে অন্তর (৩২) ও নুরুল শাহার ছেলে রাজু (২৫)। তাঁরা সবাই চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের বলে জানা গেছে। আহত ব্যক্তিদের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল হোসেন বলেন, বাজিতপুরের দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় দ্রুতগামী দুটি মোটরসাইকেল ওই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।