নৌকাডুবিতে হাজী দানেশের দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আশুরার বিলে নৌকাডুবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন আশফাক বিত্ত, রাফিদ ও ফারিয়া মৌমিতা। ফারিয়া মৌমিতার বাড়ি দিনাজপুর শহরের বালুবাড়িত। আশফাক বিত্তর বাড়ি দিনাজপুর শহরে কালিতলায় ও রাফিদের বাড়ি দিনাজপুর শহরের বড়গুডগোলায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আশফাক বিত্ত, ফিশারিজ বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র রাফিদ ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী ফারিয়া মৌমিতা আশুরার বিলে নৌকাডুবিতে মারা যান। তাঁদের সঙ্গে থাকা দুই বন্ধু অন্তু ও মনোয়ার আহত হন। তাঁদের চিকিৎসার জন্য এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।