নরসিংদীতে ছুরিকাঘাতে কলেজছাত্রী খুন, বখাটে আটক
নরসিংদীর বেলাবোতে গতকাল বৃহস্পতিবার এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় বখাটে। এ ঘটনায় স্থানীয়রা বখাটে আলামিন মিয়াকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত দিপা আক্তার (২২) বেলাবো উপজেলার সৈয়দপাড়া গ্রামের শামসুজ্জামানের মেয়ে এবং নরসিংদী সরকারি কলেজে বিবিএর দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।
পুলিশ জানায়, বেলাবোর কাজীরটেক গ্রামের আলামিন কলেজছাত্রী দিপাকে পছন্দ করত। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই কলেজছাত্রী বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে তাঁর সহপাঠী এক ছেলেবন্ধুর সঙ্গে কথা বলার সময় বখাটে আলামিন হঠাৎ তাঁর মাথায় কোপাতে থাকে।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দিপা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে বেলাবো স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দিপার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান এনটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বখাটে আলামিনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দিপাকে পছন্দ করত বলে জানিয়েছে।
ক্ষোভে এ কাজ করেছে বলে পুলিশের কাছে আলামিন স্বীকারোক্তি দিয়েছে বলেও জানান এই কর্মকর্তা।