এই গ্রামের যুবকরা গেল কোথায়?
সাতক্ষীরার এক গ্রামের ১৬ যুবক দুই বছর আগে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। এর পর থেকে যুবকদের স্বজনরা জানেন না, ওরা কোথায় আছে, কেমন আছে। দুই বছর এদের কোনো খোঁজ নেই।
জেলার কলারোয়া উপজেলার সেই গ্রামের নাম বসন্তপুর। কিন্তু বসন্তপুর গ্রামে এখন কান্না আর কান্না। চলতি মাসে থাইল্যান্ডে আবিষ্কৃত গণকবর ও ভারত মহাসাগরে ভাসমান মানুষের দুর্দশার কথা শোনার পর থেকেই এ অবস্থা। ভালো জীবনের আশায় ১৬ জন গ্রাম ছেড়েছিল। এদের কেউ ছাত্র, কেউ শ্রমজীবী, কেউ ছিল ক্ষুদ্র ব্যবসায়ী। দালালের কাছে কমপক্ষে তিন লাখ টাকা করে এরা দিয়েছিল।
গ্রামের বাসিন্দাদের মুখে একটিই কথা, ‘ছেলেগুলো গেল কোথায়? ‘তারা বেঁচে আছে তো?’ তাঁরা জানালেন, দুই বছর আগে এসব যুবককে ফুসলিয়ে বিদেশের লোভ দেখায় কলারোয়ার কাজীরহাট গ্রামের আবদুর রউফ ও শুভংকরকাটি গ্রামের আবদুল আজিজ। এরাই অভিভাবকদের কাছ থেকে, পরিবারের কাছ থেকে টাকা আনার জন্য যুবকদের উৎসাহিত করে।
থাইল্যান্ডে গণকবর আবিষ্কার হওয়ার পর মানব পাচারকারী রউফ ও আজিজ এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
সাগরপথে মালয়েশিয়া রওনা দেওয়া আজমল হোসেনের বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘তিন লাখ টাকা দালালের হাতে তুলে দিয়ে এমনিতেই নিঃস্ব হয়েছি, এর ওপর ছেলের কোনো সন্ধান নেই। পরিবারের সবাই হতাশ।’
কলেজপড়ুয়া ছেলে আরিফ হোসেনের কোনো খোঁজ না পেয়ে দিন-রাত আহাজারি করছেন মা সালেহা খাতুন।
সাগরপথে মালয়েশিয়ায় রওনা দেয় একই পরিবারের তিনজন। ওই পরিবারের আরশাদ আলী জানান, তাঁর ছেলে, ছোট ভাই ও ভাতিজা ওই পথে মালয়েশিয়া যাচ্ছিল। এখন তাঁদের কোনো খোঁজ নাই।
নিখোঁজ যুবক সাইফুলের মা নাসিমা খাতুন এক যুগ আগে হারিয়েছেন তাঁর স্বামীকে। এখন একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন। কেবল তাকিয়ে থাকেন তিনি।
এমন আরো কয়েক যুবক জাহাঙ্গীর, সোহাগ, রাজু, কবিরুল, শাহেদ, সাত্তার ও রহিমেরও খোঁজ মিলছে না।
কলারোয়ার এসব হতভাগ্য যুবকের অভিভাবকরা মানব পাচারকারীদের আটকের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁদের ছেলেদের খুঁজে পেতে সরকারের সহায়তা কামনা করেছেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে জয়নগর ইউপির চেয়ারম্যান ফিরোজ আহমেদ বলেন, ‘আমি ঘটনাটি জানতে পেরে মন্ত্রণালয়ের মাধ্যমে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তা ছাড়া মিয়ানমার, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন কারাগারেও খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু সন্ধান পাওয়া যায়নি।’ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।