দৌলতপুরে র্যাবের অভিযানে গ্রেপ্তার চার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে র্যাব। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন দৌলতপুর উপজেলার ছাতারপাড়া গ্রামের আবদুস ছালাম ও মিরপুর উপজেলার আটিগ্রাম এলাকার লালন, দৌলতপুরের ফারাকপুর গ্রামের তারিক ও একই গ্রামের রবিউল ইসলাম। তাঁরা অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব। তাঁদের কাছ থেকে একটি বিদেশি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৬টি গুলি ও একটি এলজি উদ্ধার করা হয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
urgentPhoto
কুষ্টিয়া র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, দৌলতপুরের ছাতারপাড়া গ্রামে অস্ত্র বেচাকেনা হচ্ছে খবর পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল বুধবার রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় অবৈধ দুই অস্ত্র ব্যবসায়ী আবদুস ছালাম ও লালনকে আটক করা হয়। তিনি বলেন, র্যাব সদস্যরা তাঁদের কাছ থেকে একটি বিদেশি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করে।
মেজর মোসাদ্দেক আরো জানান, রাত সাড়ে ১২টার দিকে দৌলতপুরের ফারাকপুর গ্রামে অভিযান চালিয়ে র্যাব-১২ হোসেনাবাদ ক্যাম্পের অপর একটি দল অবৈধ দুই অস্ত্র ব্যবসায়ী তারিক ও রবিউলকে একটি এলজি, ছয়টি গুলিসহ আটক করে। তিনি জানান, ওই চারজনের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।