সাভারে স্কুলছাত্রীকে ধর্ষণ
ঢাকার সাভারে সপ্তম শ্রেণির (১৩) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে শারীরিক পরীক্ষার জন্য ওই ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই মেয়ের বাবা বলেন, শনিবার সকাল ৯টার দিকে তাঁর মেয়ে সাভারের ডগরমোড়া এলাকায় তার স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে এক ঘণ্টা পর তার বাসায় ফেরার কথা। প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরার পথে পূর্ব পরিচিত সাইফুল নামের এক যুবক ‘আম্মু তোমাকে দেখবে’ বলে তাকে রাস্তা থেকে ডেকে তাঁর বাসায় নিয়ে যায়। এরপর বাসায় নিয়ে মেয়েকে ধর্ষণ করে। বাসায় ফেরার সময় মেয়েকে দেখে খুবই ক্লান্ত ও বিপর্যন্ত মনে হয়। পরে ওর মায়ের কাছে ধর্ষণের শিকার হওয়ার ঘটনাটি জানায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ শুনেছি। তাকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা করেছেন।’