ময়মনসিংহে এনটিভির যুগপূর্তি পালিত
ময়মনসিংহে নানা আয়োজনে পালিত হলো এনটিভির যুগপূর্তি অনুষ্ঠান। এ উপলক্ষে আজ রোববার দুপুরে সিটি প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভা শেষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এনটিভির নিজস্ব প্রতিনিধি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক কে এম মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক এহতেশামুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল হক, জেলা ঐক্য ন্যাপের সদস্য সচিব নাজিরুল হক মনি, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আজকের খবর পত্রিকার সম্পাদক মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সহসভাপতি শরীফুজ্জামান টিটু, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি শাহ আলম উজ্জ্বল, সময় টেলিভিশনের ব্যুরো প্রতিনিধি হারুনুর রশিদ, যমুনা টেলিভিশনের প্রতিনিধি হোসাইন শাহীদ, ক্যামেরা পারসন দেলোয়ার হোসেন, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি রকিকুল হাসান রুবেল, সাংবাদিক এম এ আজিজ, চ্যানেল আইয়ের ক্যামেরা পারসন নাজিমুদ্দিন সাইদ, এনটিভির পারসোনাল ক্যামেরা পারসন মাসুদ রানা, একাত্তর টেলিভিশনের ক্যামেরা পারসন মো. নুরুজ্জামান জামান, বিটিভির ক্যামেরা পারসন রঞ্জন মজুমদার শিবু, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু তোরাব রাসেল, অপরাধ সংবাদের প্রধান সম্পাদক ড. মো. ইদ্রিস খান, আজকের খবরের বার্তা সম্পাদক ও করতোয়ার জেলা প্রতিনিধি নজীব আশরাফ, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান মিলন, নিউ টাইমস পত্রিকার নির্বাহী সম্পাদক মোশাররফ হোসেন খসরু, দৈনিক স্বজন পত্রিকার বার্তা সম্পাদক মো. কামাল হোসেন, দৈনিক শ্বাশত বাংলা পত্রিকার বার্তা সম্পাদক বদরুল আমীন, আবদুল্লাহ আল-মামুন, দৈনিক জনতার জেলা প্রতিনিধি সিরাজুল হক সরকার, সাংবাদিক নাজমুস সাকিব, দৈনিক সূর্যোদয় পত্রিকার ব্যুরো প্রধান মুখলেছুর রহমান, ফটো সাংবাদিক মো. কামাল, ময়মনসিংহ শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, শহর জাসাসের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খান রতন প্রমুখ।
অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিণ বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন বলেন, এনটিভি সব চড়াই-উৎরাই পেড়িয়ে ১২ বছরে পৌঁছেছে। দীর্ঘ সময় ধরে টেলিভিশন কর্তৃপক্ষ তাদের সম্প্রচারিত সংবাদের মান ধরে রাখতে সমর্থ হয়েছে। এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ নেতা এহতেশামুল আলম এনটিভির আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় সংকটেও এনটিভি কর্তৃপক্ষ যেভাবে সময়ের প্রয়োজনে তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করছে আশা করি সেই ধারা বজায় থাকবে।