অভিযোগ মুক্ত হলো ‘পাইরেট বে’
অনলাইনে গেম, সফটওয়্যার, সিনেমা ইত্যাদি ডাউনলোড করেন যাঁরা, ‘টরেন্ট’ শব্দটি তাঁদের অপরিচিত নয়। আর এই টরেন্ট সাইটগুলোর ভেতরে সবচেয়ে জনপ্রিয় পাইরেট বে, যে সাইটের প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে আনা হয়েছিল কপিরাইট ভঙ্গ করাসহ বেশ কিছু গুরুতর অভিযোগ। তবে শেষ পর্যন্ত তাঁরা সবাই এ অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছেন। গেল বৃহস্পতিবার বেলজিয়ামের মেশেলস শহরের একটি আদালত তাঁদের নির্দোষ বলে খালাস দিয়েছেন। এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য স্ট্যান্ডার্ড।
পাইরেট বে-এর চার প্রতিষ্ঠাতা হলেন গটফ্রিড সার্থোল্ম, ফ্রেড্রিক নেইজ, পিটার সুন্দে ও কার্ল লুন্ডস্টর্ম। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত তাঁরা অনলাইন কপিরাইট আইন ভঙ্গসহ বেশ কিছু অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁরা প্রমাণে সক্ষম হয়েছেন যে, ২০০৬ সালে সিচেলেসভিত্তিক কোম্পানি রেসারভিল তাঁদের সাইট কিনে নেওয়ার পর তাঁরা আর এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না।
অভিযোগ দায়েরকারী প্রতিষ্ঠান ‘বেলজিয়ান এন্টারটেইনমেন্ট অ্যাসোসিয়েশন’ কোর্টের আদেশ মেনে নিয়েছে বলে জানা গেছে। তবে ভবিষ্যতে অন্য কোনো দেশের আদালতে আবারো তাঁদের অভিযুক্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে ২০০৯ সালে সুইডেনের স্টকহোমের একটি আদালত একই অভিযোগে তাঁদের এক বছরের জেল আর প্রায় পাঁচ মিলিয়ন ডলার জরিমানা করেছিল।
২০০৩ সালে প্রতিষ্ঠিত পাইরেট বে বিশ্বব্যাপী ফাইল শেয়ারিং সাইট হিসেবে জনপ্রিয়তা পেয়েছে, বাংলাদেশেও সিনেমাসহ অন্যান্য ফাইল ডাউনলোডের জন্য অনলাইন ইউজারদের পছন্দের শীর্ষে আছে এই সাইট।