পূজামণ্ডপ থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের বিরল উপজেলায় পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুজন কিশোর আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় সোহাগ রায় (১৬) নামে আরেকজন আরোহী গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার রাজারামপুর ইউনিয়নে রাস্তার পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলো উপজেলার চণ্ডীকালি গ্রামের হরিদাস রায়ের ছেলে সঞ্জিব রায় (১৫) ও গয়নাথ চন্দ্র রায়ের ছেলে মিন্টু চন্দ্র রায় (১৬)।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল জানান, গতকাল রাতে ষষ্ঠীপূজা দেখে তারা তিনজন বাড়ি ফিরছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে তাদের তিনজনকে গুরুতর আহত অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ২টার দিকে সঞ্জিব ও মিন্টু মারা যায়।
এদিকে, আহত সোহাগ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।