বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্ঘটনা, ২ শ্রমিক নিহত
বড়পুকুরিয়া কয়লাখনিতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন শ্রমিক। আজ রোববার বিকেলে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলবাড়ী উপজেলার মধ্য সুলতানপুর গ্রামের আকাশ (২২) ও পার্বতীপুর উপজেলার হামিদপুর চৌহাটি গ্রামের প্রশান্ত রায় (১৭)।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ধসেপড়া ছাদের নিচে পড়ে একজন ঘটনাস্থলে নিহত হন। আহতদের কয়েকজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিনাজপুর, ফুলবাড়ী ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট শ্রমিকদের উদ্ধারে কাজ করেছে।
বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান মাহমুদ বার্তা সংস্থা ইউএনবিকে জানান, বিকাল পাঁচটার দিকে বড়পুকুরিয়া কয়লা খনির নির্মাণাধীন বিদ্যুতের সাবস্টেশনে কাজ করার সময় ছাদ ধসে কয়েকজন শ্রমিক আহত হন। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. নুরুল ইসলাম জানান, মৃত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়।