ঈদ শেষে ফেরার পথে প্রাণ গেল ২৫ জনের
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের বন্ধ শেষ, কর্মস্থলের চাকা ঘুরলেও মানুষ সপ্তাহের শেষদিকেই ফিরছে। আজ বৃহস্পতিবারও ফেরার এ ব্যস্ততা দেখা গেছে। এ ব্যস্ততার মধ্যেই সারা দেশে বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ২৫ জন মারা গেছে।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আজ গাজীপুর, টাঙ্গাইল, মাগুরা, সিলেটসহ বিভিন্ন এলাকায় সড়কপথে মানুষ দুর্ঘটনার শিকার হয়েছে।
গাজীপুরে ডেমু ট্রেন একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আটজন নিহত হয়। এদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। চালক ছাড়া অন্য তিনজনও এ পরিবারেরই স্বজন। ঈদ শেষে তারা কর্মস্থলে ফিরছিল।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে আটজন নিহত হয়েছে। বিকেলে উপজেলার পাটখাগুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী এক কলেজ ছাত্রসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। সকাল ১০টার দিকে ইসলামাবাদে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
মাগুরা-ফরিদপুর মহাসড়কের কছুন্দী এলাকায় বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
সিলেটের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯ জন।
নড়াইলে বাসের ধাক্কায় মহসিন সিকদার (৩৮) নামে এক ইজিবাইকচালক মারা গেছেন। বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে যায়।
ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর হাই স্কুলের সামনে একটি পিকআপ চাপা দিলে আনোয়ারা খাতুন (৭৫) নামের এক পথচারী নিহত হন।