চাল আত্মসাতে পাঁচ সরকারি কর্মকর্তাসহ আটক ৬
দিনাজপুরে ভুয়া প্রকল্প দেখিয়ে চাল আত্মসাতের অভিযোগে পাঁচ সরকারি কর্মকর্তাসহ ছয়জনকে আটক করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আটককৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার ডোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়া, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়, গড়েয়াহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কমর্কতা মো. মাঈদুল ইসলাম, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কমর্কতা মো. শাহাবুদ্দিন আহমেদ ও শিবগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কমর্কতা এস এম গোলাম মোস্তফা।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, আটককৃতরা বিভিন্ন সময়ে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি চাল আত্মসাত করেছেন। যার বাজার মূল্য দুই লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
উপপরিচালক আরো জানান, আটককৃতরা ভুয়া কাগজপত্র তৈরি করে ঠাকুরগাঁও জেলার মাহালিয়াহাট বাজার জামে মসজিদ, মাধবপুর উন্নয়ন যুব সংঘ, মাধবপুর ফোরকানিয়া মাদ্রাসা, মাধবপুর রামকৃষ্ণ মন্দির ও ব্যারিস্টার জামে মসজিদের নামে পাঁচটি প্রকল্পের ছয় মেট্রিক টন চাল আত্মসাত করেন।
আগামীকাল বৃহস্পতিবার আটককৃতদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হবে।