দিনাজপুরে ধর্ষণের শিকার হয়ে শিশুর মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ধর্ষণের শিকার হয়ে আবিদা সুলতানা মিম নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় মৃত্যু হয় তার।
শিশুটি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।
আরিফুল ইসলাম ও মেয়েটির মামা আবু সায়েম জানান, একই গ্রামের আমজাদ হোসেন (১৮) শিশুটিকে ধর্ষণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
জানা গেছে, গতকাল দুপুর আড়াইটা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর আমজাদের বাড়িতে তল্লাশি চালানো শুরু হলে সে পালিয়ে যায়। পরে তার বাড়ির বিভিন্ন কক্ষে খোঁজাখুঁজির পর শোবার ঘর থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে গ্রামবাসীর সহায়তায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আলম মিয়া জানান, ধর্ষণের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। তার পরনের কাপড় রক্তে ভেজা ছিল।
পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা জানান, সন্দেহভাজন আমজাদ হোসেনের শোবার ঘর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা করা হচ্ছে।