‘বিএনপি মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো কাজ করে যাচ্ছে’
দিনাজপুরের বিরামপুরে শীতবস্ত্র বিতরণকালে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি জনগণের দল, শহীদ জিয়ার গড়া দল। তাই মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের দুঃখ-কষ্টের সময় বিএনপি সামর্থমতো কাজ করে যাচ্ছে। অতীতে বিএনপি তাই করেছে, এখনো করছে আর ভবিষ্যতেও করবে।’
শুক্রবার বিরামপুর উপজেলায় কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবন্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, ‘যাদের এই কাজ করার তারা কী করছে? তারা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তাহলে দেশের অর্থনীতি কোথায় থাকে?’
খালেদার জিয়ার মুক্তির ব্যাপারে আগামীতে যে কর্মসূচি আসবে তাতে ঐক্যবদ্ধভাবে শরিক হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার প্রায় দুই হাজার শীতার্ত মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শামীম চৌধুরী, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, ভাইস চেয়ারম্যান পারুল নাহার ও জেলা বিএনপির নেতা আতিকুর রহমান রাজা প্রমুখ।
পরে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বিরামপুর ছাড়াও হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার অসহায় ও শীতার্ত মানুষদের মধ্যে বিএনপির পক্ষ থেকে আরও তিন হাজার শীতবস্ত্র বিতরণ করেন।