প্রায় ২ কোটি টাকাসহ উপজেলা প্রকল্প কর্মকর্তা আটক
টাকা গুনছিলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম। নিজের কার্যালয়ের টেবিলেই স্তূপ করে রাখা ছিল টাকার বান্ডিল। ওই সময়ই তাঁকে হাতে নাতে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক জানিয়েছে বিভিন্ন প্রকল্প থেকে ঘুষ বা কমিশন হিসেবে এসব টাকা পেয়েছেন তাজুল। তাজুলের কার্যালয়ে পাওয়া গেল এক কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।
এত বিপুল পরিমাণ টাকাসহ উপজেলা পর্যায়ে কোনো সরকারি কর্মকর্তা গ্রেপ্তারের ঘটনা দিনাজপুর জেলায় এই প্রথম।
দুদক দিনাজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সাত কর্মকর্তা এ অভিযান চালান।
দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান ও উপসহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পেরে আজ সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় তিনি তাঁর অফিসে বিপুল পরিমাণ টাকা গণনা ও বিভিন্ন ভাগে স্তূপ করে রাখার কাজ করছিলেন। তাঁর কাছে থাকা টাকা ও অফিসের আলমিরাসহ টেবিলের ড্রয়ার তল্লাশি করে এক কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা পাওয়া যায়।
দুদকের জিজ্ঞাসাবাদে আটককৃত পিআইও তাজুল ইসলাম বিভিন্ন প্রকল্প থেকে ঘুষ বা কমিশন হিসেবে এসব টাকা পেয়েছেন বলে স্বীকার করেন।
দুদক কর্মকর্তারা আরো জানান, কোনো কোনো ব্যক্তিবিশেষের কাছ থেকে এসব টাকা পেয়েছেন জানতে চাইলে তাজুল ইসলাম এ ব্যাপারে মুখ খুলতে অপারগতা প্রকাশ করেন। তবে দুদক কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন ঘুষ যারা দিয়েছেন তাদেরসহ দুর্নীতিগ্রস্ত প্রকল্পসমূহকেও চিহ্নিত করার কাজ করবে দুদক।
দুদক কর্মকর্তারা জানান, আটক তাজুল ইসলামকে আগামীকাল শুক্রবার দিনাজপুর ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হবে।