বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সম্পাদককে কুপিয়ে হত্যা
পূর্বশত্রুতার জেরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুনুর রহমান মজনুকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার ছাতইল ইউনিয়নের শুকদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মামুনের বাড়ি ধনতলা শাহাপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, গতকাল রাত ৯টার দিকে মামুনের সঙ্গে মোবাইলে অজ্ঞাত কারো সঙ্গে ফোনে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এরপর তিনি শুকদেবপুর এলাকায় যান। সেখানে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী মামুনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।