দিনাজপুরে ‘গোলাগুলিতে’ দুজন নিহত, ৪ পুলিশ আহত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গোলাগুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে নবাবগঞ্জ থানা। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ছোট মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মোহাম্মাদ আলীর ছেলে রফিকুল ইসলাম (২৮) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আবদুল হামিদের ছেলে ওয়াজেদ আলী (৩০)।
বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার জানান, নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওয়াজেদ আলী ও রফিকুল ইসলামকে আটক করে। আটক দুজনকে নিয়ে ডাকাতদলের অন্য সদস্যদের আটক করতে মাগুরা গ্রামে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। ডাকাতদের গুলিতে ওয়াজেদ ও রফিক নিহত হন। এতে নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামসুল ইসলাম, উপপরিদর্শক রিমেল মানিক, কনেস্টবল তুষার ও কাদের আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এএসপি মিথুন সরকার জানান, নিহত ওয়াজেদ ও রফিক আন্তজেলা ডাকাত দলের নেতা। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।