ছাত্রলীগ নেতা আটক, পরে ছিনতাই
ময়মনসিংহের পাগলা থানাধীন উস্থি এলাকায় পুলিশের কাছ থেকে আটক ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাতে এ ঘটনা ঘটে।
টহল দেওয়ার সময়ে সন্দেহ হলে পুলিশ উস্থি এলাকা থেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল আহম্মেদ ও ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেনকে আটক করে।
গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন এনটিভি অনলাইনকে জানান, পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম কান্দাপাড়া এলাকায় টহলে গিয়ে আবুল হোসেন ও ছাত্রলীগ নেতা রাসেল আহাম্মেদের কাছ থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করে তাঁদের আটক করেন। রাত সাড়ে ৯টার সময় আটক ব্যক্তিদের রিকশায় করে থানায় আনার পথে কান্দিপাড়া বাজার কলেজের সামনে পৌঁছালে একদল ব্যক্তি জোর করে তাঁদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।
সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, আওয়ামী লীগ নেতা মনিরের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় পাগলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সুপার মইনুল হক আসামি ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া পিস্তল ও গুলি পুলিশ হেফাজতে আছে।