উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিল রাশিয়া
তথ্য জোগান দেওয়ার জন্য বিখ্যাত ওয়েবসাইট উইকিপিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রুশ সরকার। যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইয়ার্ড জানিয়েছে এ খবর।
উইকিপিডিয়ার পরিচালক গ্রুপ উইকিমিডিয়া ফাউন্ডেশন জানিয়েছে, মাদক-সংক্রান্ত একটি পেজ মুছে ফেলার ব্যাপারে রুশ সরকারের অনুরোধে উইকিপিডিয়া কর্তৃপক্ষ কান না দেওয়ায় রুশ ভাষায় পরিচালিত উইকিপিডিয়ার ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছিল।
পরে রাশিয়ার অনলাইন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ‘রস্কোমনাডজর’ জানায়, রুশ এডিটররা উইকিপিডিয়ার ওই পেজ পরিবর্তন করে আপত্তিকর অংশটুকু ছেঁটে ফেললে রাশিয়া সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে উইকিপিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ওই পেজে এমন কোনো পরিবর্তন তারা করেনি।
এক বিবৃতিতে উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, চরস নামক নেশাজাতীয় দ্রব্য প্রস্তুত প্রণালি-সংক্রান্ত একটি পেজ ছিল উইকিপিডিয়ার রুশ ভাষার ওয়েবসাইটে। পেজটি সরিয়ে ফেলার জন্য রুশ কর্তৃপক্ষ তাদের ওপর চাপ প্রয়োগ করছিল। তার পরও পেজটি সরিয়ে না নেওয়ায় রাশিয়ায় উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
কিন্তু বেশির ভাগ রাশিয়ান আইএসপিতে নির্দিষ্ট কোনো পেজ নিষিদ্ধ করার সুবিধা না থাকায় উইকিপিডিয়ার রাশিয়ান ভার্সনের পুরোটাই ব্ন্ধ করে দেওয়া হয়। ফলে রুশ ভাষায় লিখিত উইকিপিডিয়ার ১০ লক্ষাধিক পেজে প্রবেশাধিকার হারিয়ে ভোগান্তিতে পড়ে রুশ ব্যবহারকারীরা।
সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের ব্যাপারে রাশিয়া সরকার ক্রমেই নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। এই মাসের শুরুতে ‘রেডিট’ তাদের কন্টেন্ট তালিকা থেকে মাদক-সংক্রান্ত একই রকম একটি পেজ সরাতে রাজি না হলে রুশ সরকার তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে। পরে রেডিট কর্তৃপক্ষ নির্দিষ্ট পেজটি সরিয়ে নিতে রাজি হলে রুশ সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়।