দিনাজপুরে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ, আশ্বাসে প্রত্যাহার
দিনাজপুরে করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া কয়েক হাজার অসহায় ও দুস্থ পরিবার ত্রাণের দাবিতে দিনাজপুর-বিরল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে এ দাবি জানায় তারা। বিক্ষোভে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সানিউল ফেরদৌউস ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিক্ষোভকারীদের ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।
বিক্ষোভকারীরা অভিযোগ করে জানান, ১০ নম্বর ওয়ার্ড পৌর কাউন্সিলর সিদরাতুল ইসলাম কালা বাবু ও ২ নম্বর ওয়ার্ড পৌর কাউন্সিলর মুক্তি বাবুর এলাকায় কোনো ত্রাণ দেওয়া হয়নি। সরকার থেকে ত্রাণ দেওয়া হলেও তারা এখন পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী পাননি বলেও অভিযোগ করেন।
১০ নম্বর ওয়ার্ডের নূর নেহার বলেন, ‘সরকার ত্রাণ দিলেও আমরা ত্রাণ পাচ্ছি না।’
একই ওয়ার্ডের চম্পা বেগম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিভিশনে বলেছেন, ‘আপনারা ঘরে থাকুন, আমরা ত্রাণ পৌঁছে দেব। কিন্তু তাঁর দলের লোকজন ত্রাণ না দিয়ে আত্মসাৎ করছে। ত্রাণের নামে গরিব অসহায়দের নিয়ে ছিনিমিনি খেলছে।’
২ নম্বর ওয়ার্ডের ফেন্সি আখতার বলেন, ‘আমার বাড়িতে ৫ সদস্য। লকডাউনের কারণে কোনো কাজ নেই, ফলে বসে বসে খেতে হচ্ছে। করোনার চেয়ে আমাদের কাছে খাদ্যটাই বড় হয়ে দেখা দিয়েছে।’
একই ওয়ার্ডের চা দোকানদার বাবু বলেন, ‘লকডাউনের কারণে দোকান বন্ধ, সংসার চালাতে পারছি না। পরিবারের সদস্যদের মুখে খাবার দিতে পারছি না। সরকারিভাবে ত্রাণ দিলেও কেউ দুবার-তিনবার পাচ্ছে, আবার কেউ একবারও পাচ্ছে না। সরকারি দলের নেতাদের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, তারাই শুধু ত্রাণ পাচ্ছে।’