মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
দিনাজপুরের সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মনোরঞ্জন রায় নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আটক মনোরঞ্জন রায়ের বাড়ি সদর উপজেলার কাটাপাড়ায়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ বলেন, মানসিক ভারসাম্যহীন এক তরুণী গতকাল মঙ্গলবার বিকেলে পথ ভুলে ঘুরতে ঘুরতে কাটাপাড়া এলাকায় চলে যান। সন্ধ্যায় বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। রাতে কাটাপাড়া ইটভাটা মোড় এলাকায় মনোরঞ্জন রায় ওরফে বল্টুসহ প্রতিবন্ধী মেয়েটিকে খুঁজে পায় এলাকাবাসী। আটকের পর মনোরঞ্জনকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ পরিদর্শক আরো জানান, প্রতিবন্ধী মেয়েটিকে ফুসলিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।