দিনাজপুরে একদিনে ২১ জনের করোনা শনাক্ত
দিনাজপুর জেলায় একদিনে ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আজ দিনাজপুর সদরসহ ১৩ উপজেলার মধ্যে আট উপজেলায় ২১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সদরে ছয়জন, বোচাগঞ্জে একজন, কাহারোলে চারজন, পার্বতীপুরে দুজন, ফুলবাড়ীতে একজন, নবাবগঞ্জে তিনজন, হাকিমপুরে দুজন ও ঘোড়াঘাটে দুজন।
এ ছাড়া জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা পাঁচ হাজার ১৫০ জনের মধ্যে তিন হাজার ৮০৭ জন মুক্ত হয়েছেন। সদরে ৭৬১ জনের মধ্যে ৬৫৭ জন, বিরলে ১০২ জনের মধ্যে ৯৩ জন, বোচাগঞ্জে ২৩৯ জনের মধ্যে ১৯৭ জন, কাহারোলে ২৯০ জনের মধ্যে ১০৩ জন, বীরগঞ্জে ২৩০ জনের মধ্যে ২০৩ জন, খানসামায় ৩১৪ জনের মধ্যে ২৯৭ জন, চিরিরবন্দরে ২৭৯ জনের মধ্যে ২৫০ জন, পার্বতীপুরে ৫১২ জনের মধ্যে ৪৩৭ জন, ফুলবাড়ীতে এক হাজার ২৫ জনের মধ্যে ৪৭৫ জন, বিরামপুরে ৫২৫ জনের মধ্যে ৫১৪ জন, নবাবগঞ্জে ৩৫২ জনের মধ্যে ২৭৭ জন, হাকিমপুরে ১৯২ জনের মধ্যে ১১৪ জন ও ঘোড়াঘাটে ৩২৯ জনের মধ্যে ১৯০ জন মুক্ত হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছে এক হাজার ৩৪৩ জন।