দিনাজপুরে ট্রাকচাপায় দুলাভাই-শ্যালিকা নিহত
দিনাজপুরের বীরগঞ্জের ২৮ মাইল এলাকায় ট্রাকচাপায় দুলাভাই ও শ্যালিকার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রংপুর আলমনগরের বাসিন্দা দুলাভাই শহিদুজ্জামান (৩৫) ও শ্যালিকা সুবর্ণার (২৩) বাড়ি ঠাকুরগাঁও জেলার নেকমরদ এলাকায়।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিমাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুরের আলমনগর থেকে দুলাভাই শহিদুজ্জামান তাঁর শ্যালিকা সুবর্ণাকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন। পথে দিনাজপুরের বীরগঞ্জ ২৮ মাইল এলাকায় পৌঁছালে ট্রাকচাপায় ঘটনাস্থলে শহিদুজ্জামান মারা যান। আহত শ্যালিকাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।