বিরামপুরে প্রথমবারের মতো ৩ জন করোনা রোগী শনাক্ত
বাংলাদেশে করোনা সংক্রমনের ৩১তম দিনে এসে আজ শনিবার দিনাজপুরের বিরামপুরে প্রথমবারের মতো এক নারী (৩৫) এবং দুজন পুরুষ করোনা রোগী শনাক্ত হয়েছেন। দুই পুরুষের একজনের বয়স (২৩) বছর অন্যজনের বয়স (৩০) বছর।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আক্রান্ত তিনজনই পোশাক শ্রমিক। বর্তমানে তারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ওই নারী ঢাকা ফেরত এবং পুরুষ দুজন গাজীপুর থেকে এসেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী আরো জানান, করোনায় আক্রান্ত ব্যক্তিদের গতকাল শুক্রবার নমুন সংগ্রহ করা হয়েছিল। বিরামপুর থেকে আজ শনিবার পর্যন্ত বিরানব্বই জনের নমুনা পরীক্ষা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান জানান, করোনা আক্রান্তের ব্যক্তিদের বাড়িতে হোম কোয়ারেন্টিনে রেখে অথবা হাসপাতালে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা করানো হবে। এজন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাঁদের বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। লকডাউন থাকা পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হবে।