ভারতে নিয়ে স্ত্রীকে বিক্রি, ফিরে এসে স্বামীকে আটক
বেড়ানোর কথা বলে স্ত্রীকে ভারতে নিয়ে বিক্রি করে দেন স্বামী লাভু সরদার (৩০)। দুই মাস আগে সেখান থেকে পালিয়ে আসেন ওই নারী। জানতে পারেন লাভু তাঁর মতো আরো অনেককে বিয়ে করে ভারতে নিয়ে বিক্রি করেছেন।
লাভুকে গতকাল বৃহস্পতিবার রাতে যশোরের বেনাপোল চেকপোস্টে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছেন ওই নারী। লাভুর বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুরিয়া গ্রামে।
পাচারের শিকার লাভুর স্ত্রী জানান, পাঁচ বছর আগে লাভু তাঁর আগের বিয়ের কথা গোপন করে তাঁকে বিয়ে করেন। এর তিন বছর পর তাঁকে ভারতে বেড়ানোর কথা বলে গুজরাট শহরে নিয়ে বিক্রি করে দেন। সেখান থেকে তিনি জানতে পারেন, লাভু বাংলাদেশ থেকে আরো চার পাঁচ নারীকে বিয়ে করে ভারতে এনে এভাবে বিক্রি করে দিয়েছেন। দুই মাস আগে তিনি কৌশলে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। বৃহস্পতিবার তিনি গোপনে জানতে পারেন লাভু ভারত থেকে দেশে ফিরছেন। এ অবস্থায় তিনি বেনাপোলে এসে পোর্ট থানা পুলিশকে এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে পুলিশ লাভু সরদারকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আটক লাভুর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।