দিনাজপুরে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া দিনাজপুর সদর হাসপাতালের একজন কর্মী করোনা উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার মারা গেছেন।
দিনাজপুর জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনার নমুনা পরীক্ষায় ছয়জনের পজিটিভ আসে। এর মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী। করোনা পজিটিভের মধ্যে একজন মেডিকেল কলেজের অধ্যাপক রয়েছেন। নিহত দুইজনেরই নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য বিভাগ।