দিনাজপুরে চিকিৎসকসহ আরো ৬ জন করোনায় আক্রান্ত
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ নতুন ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৬৪ জন করোনা রোগী শনাক্ত করা হলো।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ২০৫ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে নতুন ছয়জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক, বিরল উপজেলায় একজন, খানসামায় একজন, বীরগঞ্জে একজন, নবাবগঞ্জে একজন ও বোচাগঞ্জে একজন রয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও দুই নারী। বর্তমানে ছয়জনই হোম আইসোলেশনে রয়েছেন।
সিভিল সার্জন জানান, এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৪ জনে। এর মধ্যে ৪৭ জন পুরুষ, ১৪ জন নারী ও তিনজন শিশু। আজ পর্যন্ত ল্যাবে পাঠানো নমুনার সংখ্যা ১৭৬১টি এবং ফলাফল পাওয়া গেছে ১৭৪১টির। ২০টি এখনো বাকি রয়েছে।