দিনাজপুরে ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে ৫ হাজার টাকা করে বিতরণ
দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্যে সদর উপজেলার ৯০৬টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাগফুরুল হাসান আব্বাসী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. রফিকুল্লা মাজাহিরি, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মেহের আলী প্রমুখ।
এ ছাড়া একই দিন বড়মাঠ মাইক্রো ও কার স্ট্যান্ড কমিটির শ্রমিকদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন হুইপ ইকবালুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. নুরুজ্জামান, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাবেক সদর উপজেলা কমান্ডার লোকমান হাকিম, আলহাজ ওস্তাদ সাইফুল ইসলাম প্রমুখ।