হাবিপ্রবির দুই ছাত্র হত্যা মামলায় স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আলোচিত মেধাবী দুই ছাত্র হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজ্জব (৩৮) ও দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ সুজনকে (৩৪)। তাঁদের দুজনকেই নিজ নিজ মহল্লার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।
সুজন সরকার বলেন, আবু ইবনে রজ্জব ও সাব্বির আহম্মেদ সুজন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যা মামলার আসামি। এ মামলাটি সিআইডিতে তদন্তাধীন। সিআইডি রিকুজিশনের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। ছাত্র হত্যা মামলাসহ তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন অভিযোগ করেন, গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁদের কতিপয় সমর্থক পুলিশকে ব্যারিকেড দেয় এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
২০১৫ সালের ১৬ এপ্রিল রাতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের সংঘর্ষে মেধাবী শিক্ষার্থী জাকারিয়া মিল্টন ও মাহামুদুল হাসান নিহত হন। এ বিষয়ে ১৯ এপ্রিল ৪২ জনকে আসামি করে মামলা করা হয়। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন।