দিনাজপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু
দিনাজপুরের বিরল উপজেলায় পুকুরে ডুবে মারওয়া সুলতানা (৭) ও মমিতা খাতুন (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ভাণ্ডারা ইউনিয়নে আজ রোববার এ ঘটনা ঘটে। ভারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মারওয়া সুলতানা রাণীপুকুর ইউনিয়নের রাণীপুকুর গ্রামের মতিউর রহমানের মেয়ে এবং মমিতা খাতুন (৮) একই ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মিজানুর রহমান মিজুর মেয়ে। তারা দুজন সম্পর্কে একে অন্যের মামাতো ও ফুফাতো বোন।
স্থানীয়রা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে ভান্ডারা ইউনিয়নের সুইহারা গ্রামের হাকিম নামের এক আত্মীয়র বাড়ির পুকুরে গোসল করতে নামে মারওয়া সুলতানা ও মমিতা খাতুন। একপর্যায়ে পানিতে ডুবে মৃত্যু হয় দুই শিশুর। পরে দুপুর দেড়টার দিকে অনেক চেষ্টার পর লাশ দুটি উদ্ধার করে গ্রামবাসী।
এলাকাবাসী জানায়, অভিভাবকদের অগোচরেই এ ঘটনা ঘটেছে। এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।