দিনাজপুরে করোনার উপসর্গে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে স্কুলের অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। উপজেলার বিন্নাকুড়ি এলাকায় নিজ বাড়িতে আজ রোববার মৃত্যু হয় তাঁর। দিনাজপুরের সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেছেন।
অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের নাম মোস্তাফিজুর রহমান (৭৫)। তিনি ঘোড়াঘাট উপজেলার বিন্নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা গেছে, এরই মধ্যে করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে মোস্তাফিজুর রহমানের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার পর জেলায় নতুন করে ১১ জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) পারভেজ হোসেন রানা ও অফিস সহায়ক মোমিনুল ইসলামও রয়েছেন। বর্তমানে তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে।
নতুন করে করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার চারজন, পার্বতীপুর উপজেলার দুজন, বিরল উপজেলার দুজন, বীরগঞ্জ উপজেলার একজন, চিরিরবন্দর উপজেলার একজন ও বোচাগঞ্জ উপজেলার একজন রয়েছেন। এ নিয়ে দিনাজপুরে মোট ৩৯৮ জনের করোনা শনাক্ত করা হলো।