ঘরের পাশে টয়লেট নির্মাণে বাধা দেওয়ায় সৎভাইয়ের হাতে খুন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বাড়িতে টয়লেট নির্মাণের জের ধরে দুলাল মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর সৎভাই রাসেল মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ। উপজেলার পলাশ ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুলাল ও আটক রাসেল সম্পর্কে সৎভাই। তাঁরা বোয়ালিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। তাঁদের দুজনের মধ্যে দুলাল মিয়ার মা মারা গেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুলাল ও রাসেল আলাদা ঘরে বসবাস করতেন। গতকাল শুক্রবার দুলাল মিয়ার ঘরের পাশে রাসেল মিয়া একটি টয়লেট নির্মাণ করতে চাইলে দুলাল বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে আজ শনিবার সকালে গ্রামের পাশে জমিতে একা পেয়ে দুলাল মিয়াকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন রাসেল। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুলালের। এ সময় স্থানীয় লোকজন রাসেলকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে রাসেল মিয়াকে থানায় নিয়ে যায় পুলিশ।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ রাসেল মিয়াকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।